বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির নিজস্ব মঞ্চ

ধারাবাহিক উপন্যাস: টিউশন (একাদশ পর্ব)

20 July, 2019 - 02:23:00 AM

হোস্টেলে ফিরেই অর্ণবের মায়ের ফোন। ফোনটা রিসিভ করতেই, ওর মা বলে উঠলো, "অর্ণব আমাকে বলেছে। কিন্তু, তোমার নিজের পড়াশোনার কোনও ক্ষতি হবে না তো?" অরিত্র বললো, "না। দূরে হলে অসুবিধা হত। আমি শনিবার সকালে পড়াতে পারি। তবে শুধু ফিজিক্স। কেমিস্ট্রি পারবো না। তাহলে আমার একটু অসুবিধা হয়ে যাবে।"

আরও পড়ুন

ধারাবাহিক উপন্যাস: টিউশন (দশম পর্ব)

12 July, 2019 - 06:00:00 AM

সকাল সাড়ে দশটা থেকে টানা ক্লাস চললো আড়াইটে পর্যন্ত। প্রথমে রিয়েল অ্যানালিসিস, তারপর কমপ্লেক্স অ্যানালিসিস, শেষে ডিফারেনশিয়াল জিওমেট্রি। কমপ্লেক্স অ্যানালিসিস পার্টটা ওদের প্রিয় ডক্টর কল্যাণ সেনের ক্লাস। ক্লাস শেষ হতেই, অরিত্র আর অনন্যা, দুজনেই ছুটলো ডক্টর সেনের কাছে।

আরও পড়ুন

ধারাবাহিক উপন্যাস: টিউশন (নবম পর্ব)

6 July, 2019 - 12:15:00 PM

--ডোর বেল বাজাতেই, অনন্যা দরজা খুলে দিয়ে বললো, "বারান্দায় এসো। সেই বিকেল থেকে অপেক্ষা করে আছি, একটা ফোন পর্যন্ত করোনি। চলো, মা তোমার খাবার করে রেখে গিয়েছে। এখন খাবে, না পরে দেব?" --"ঘুম থেকে উঠেই তো চলে এলাম তোমার কাছে। তাই আর ফোন করিনি। বেঙ্গল আম্বুজা অবধি এলো অটোটা। তারপর হেঁটে এলাম। দুপুরবেলা জানো, মাকে ফোন করেছিলাম। খুব খুশি হয় আমি বা দাদা ফোন করলে। দাদা এই মাসের শেষে নয়দা চলে যাচ্ছে, একটা নতুন কোম্পানিতে চাকরি নিয়ে।"

আরও পড়ুন

ধারাবাহিক উপন্যাস: টিউশন (অষ্টম পর্ব)

29 June, 2019 - 12:09:00 PM

অনন্যার ফোন এলো যখন, দুচোখের পাতায় ঘুম ঢেকে দিয়েছে। বালিশের পাশেই ফোনটা রাখা থাকে ওর। কোনওমতে ফোনটা ধরতেই ওপাশ থেকে অনন্যা বলে উঠলো, "একটু দেরি হয়ে গেল ফোন করতে। বাবা ফোন করেছিল। আমার কিছু লাগবে কি না জিজ্ঞেস করছিল। আমি না বলে দিয়েছি। শুধু বলেছি, ভাল মেনস্ পারফিউম যেন নিয়ে আসে। আমার কথা শুনে একটু অবাকই হল মনে হয়।"

আরও পড়ুন

ধারাবাহিক উপন্যাস: টিউশন (সপ্তম পর্ব)

21 June, 2019 - 04:59:07 PM

গোলবাড়ি থেকে বেরিয়ে সোজা গঙ্গারঘাটের উদ্দেশে গাড়ি ছোটালো অনন্যা। অনুরুপার কথাগুলো কানে বাজছিল। অরিত্রর দিকে ফিরে জিজ্ঞেস করলো, "তুমি এইসব বিশ্বাস করো বিজ্ঞানে এর কোনও ব্যাখ্যা নেই কিন্তু,তাও কেমন যেন লাগে কথাগুলো শুনলে। তাই না ?"

আরও পড়ুন

ধারাবাহিক উপন্যাস: টিউশন (ষষ্ঠ পর্ব)

15 June, 2019 - 12:55:00 PM

হোস্টেলের ঘরে ঢুকেই অঞ্জনকে ফোন করলো অরিত্র। বেশ কয়েকবার রিং হয়ে কেটে গেল। কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার ফোন করলো অরিত্র। এইবার অঞ্জন তুলতেই, অরিত্র বলে উঠলো, "আরে, ব্যস্ত ছিলে না কি? রিং হয়ে কেটে গেল?"

আরও পড়ুন

পঞ্চানন কর্মকার

15 June, 2019 - 03:05:00 AM

পঞ্চানন কর্মকার জন্ম গ্রহণ করেন হুগলি জেলার ত্রিবেণীতে। তাঁর পূর্বপুরুষরা প্রথমে ছিলেন হুগলি জেলার অন্তর্গত জিরাট বালাগড়ে, পরে ত্রিবেনীতে গিয়ে বসবাস শুরু করেন। তাঁরা পেশায় ছিলেন কর্মকার বা লৌহজীবী। তারও বেশ কয়েক পুরুষ আগে তাঁরা ছিলেন লিপিকার।

আরও পড়ুন

ধারাবাহিক উপন্যাস: টিউশন (পঞ্চম পর্ব)

8 June, 2019 - 02:40:00 AM

ইস্টার্ন বাইপাসে হাইল্যান্ড পার্কের গ্লেন টাওয়ারের ফ্ল্যাট নম্বর ৯ এ। ঢুকেই বিশাল বসার ঘর। তারপাশে কিচেন। আর উল্টো দিকে টয়লেট। টয়লেটের আড়াআড়ি ভাবে দুটো ঘর। আর কিচেনের পরেই একটা বেশ বড় স্টাডি রুম। মাস্টার্স বেডরুমের সঙ্গে অ্যাটাচড টয়লেট।

আরও পড়ুন

এখন হার্মোনিয়মে বসলে পাপ হয়

11 April, 2019 - 02:10:00 PM

শিরা ফুলে ওঠে গলার। গান ধরবে? শিরা কুট করে কেটে দিলে। গান মরবে।

আরও পড়ুন

হাঁসকল

5 April, 2019 - 03:35:00 PM

সুহিতা সুলতানা   পথ তো পথের মতন, যারা হাঁসকলে আটকা পড়েছে চৌহদ্দীর মধ্যে  তাদের উচ্চতা কতটুকু? জ্ঞানশূন্য ও লোভী মানুষের পাশে অবশেষে কেউ থাকে না! চলো যাই পাখিদের গ্রামে! ছুঁয়ে দেখি অস্তিত্বের  সমূহজল; মেঘের দুপুরে অপার শূন্যতা মনে করিয়ে দেয় রক্তাক্ত দিনের কথা! গোধূলিলগ্নে যখন আমাদের গাড়ি বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে বাড়ি ফিরছিল তখন চারদিকে আনন্দ ও বিষাদের উল্লাস ছিল। পথজুড়ে স্মৃতির ক্রন্দন অভিন্ন হৃদয়ের কাছে নিয়ে যায়। সেদিন সামান্য লোকও  অসামান্য হয়ে তর্জনী উঁচিয়ে ধরেছিল। অনন্ত স্বপ্নের ভেতরে শত্রুর কোনো চিহ্ন মাত্র নেই। রাতের চাঁদ হেলে পড়েছে আশ্বিনের  বারান্দায়...

আরও পড়ুন

SUBSCRIBE TO NEWSLETTER

SUSCRIBETE