নগণ্য কাব্য থেকে মহান গদ্যে উত্তরণ: রসস্রষ্টা ও প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (তৃতীয় পর্ব)
23 July, 2020 - By Bangla WorldWide
23 July, 2020 - By Bangla WorldWide
22 July, 2020 - 11:50:00 AM
যোগেশচন্দ্র বাগল লিখেছেন, “মনন-সাহিত্যের বিভিন্ন বিভাগে –সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, ভাষাতত্ত্ব, নৃতত্ত্ব, সাহিত্য-সমালোচন, ধর্ম্মতত্ত্বালোচনা – নানা দিকেই তাঁর কৃতিত্ত্ব অসামান্য। সত্যকার ক্লাসিকস-এর যাবতীয় গুণ তাঁহার রচনার মধ্যে রহিয়াছে।” একটা নমুনা দিই -
আরও পড়ুন20 July, 2020 - 06:05:00 AM
সাধারণ বাঙালি পাঠক বঙ্কিমকে ঔপন্যাসিক হিসেবেই জানেন, কিন্তু তাঁর প্রবন্ধের বিষয় ও গবেষণা ক্ষেত্রে যে ব্যাপ্তি তার তুলনা একমাত্র রবীন্দ্রনাথ এবং পরবর্তী কালে বুদ্ধদেব বসু ছাড়া আর কোন গল্পকার (ফিকশন রচয়িতা) তথা প্রাবন্ধিকের মধ্যে পাওয়া যায় না। তিনি একজন নির্ভরযোগ্য দক্ষ সাহিত্য সমালোচকও ছিলেন। যখনই তিনি কিছু লিখতেন, মননশীলতা দিয়ে লিখতেন। কথিত আছে বঙ্কিম যখন সরকারি ফাইলের মার্জিনে নোট লিখতেন, ইংরাজিতে বা বাংলায়, তা পড়বার জন্য আপিসের মানুষজন হুড়োহুড়ি করতেন।
আরও পড়ুন3 July, 2020 - 04:45:00 AM
সেবিকা হিসেবে মহিলাদের প্রয়োজন অপরিসীম।কিন্তু পৃথিবীর প্রায় সব দেশেই মহিলা ডাক্তারের সংখ্যা খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বাধাটি এসেছে তাঁদের নিজেদের পরিবার থেকে। বর্তমানে মেধার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা পেলেও কর্ম ক্ষেত্রে কিন্তু বৈষম্য থেকেই গেছে।
আরও পড়ুন29 June, 2020 - 05:50:00 PM
খুব ছোট্টবেলা থেকেই গল্পের বই পড়ার ভীষণ নেশা ছিল আমার। শুরু হয়েছিল রুপকথার বই দিয়ে। সিনডারেলা, স্নো হোয়াইট, রুপ্পানজেলের কমিক বই দিয়ে হাতে খড়ি হয়েছিল। একটু বড় হতেই রুপকথার অন্যতম বই ঠাকুরমার ঝুলির ঝুলিতে ডুব দিয়েছিলাম।
আরও পড়ুন25 June, 2020 - 01:15:00 PM
আজ প্রায় ৪ মাস হতে চলল ঘরবন্দি হয়ে আছি। এ হয়েছে এক সমস্যা, শরীরকে বন্দী করে রাখা যত সহজ মনকে বেঁধে রাখা অত সহজ নয়--- বলতে গেলে দুরুহই। দীর্ঘ লকডাউনের এ সময় টাতে মন একেবারে বেপরোয়া হয়ে উঠেছে। যেন লাগামহীন, লাটাই ছাড়া ঘুড়ির মতো-বাঁধাবন্ধনহীন।
আরও পড়ুন18 June, 2020 - 05:30:00 PM
গতকাল ১৭জুন ২০২০, ন্যাশনাল নিউজ এ শুনলাম German Publisher's Guild এর তরফে অমর্ত্য সেন Peace Prize 2020 পেলেন, যা Frankfurter Buchmesse তে অক্টোবর মাসে ওকে প্রদান করা হবে। কয়েক দশক বিদেশে থাকলেও বাঙালি হিসেবে খুব ভালো লাগলো। তিন দশক আগের এক সাক্ষাৎকার মনে পড়ে গেল।
আরও পড়ুন15 June, 2020 - 02:25:00 PM
বড় বড় চোখের কাঁচা পাকা চুলের রঞ্জন ব্যানার্জি সম্পর্কে আমি প্রথম জেনেছিলাম উনি যখন ওনার “কাদম্বরীদেবীর সুইসাইড-নোট” বাংলাদেশের একুশে বই মেলায় বের করতে এসেছিলেন। আমার সব চাইতে কাছের বন্ধু মনি ওনার অটোগ্রাফ সহ বইটা কিনেছিলো। আমায় ও খুব গর্ব করে সে কথা বলেছিল। বইটা ও আমায় পড়তে দিয়েছিল। বইটা পড়ার পর কিছুদিন আমি ভীষন বিষন্নতায় ভুগেছিলাম।
আরও পড়ুন8 June, 2020 - 02:20:00 PM
২০১৯ সালের জানুয়ারি মাসে আমার সাথ্র সৌম্যব্রত দাশের পরিচয়। সালমা আমার সাথে সৌম্যদার পরিচয় করিয়ে দিয়েছিলো। সৌম্যদার হাত ধরেই আমার বাংলা ওয়ার্ল্ডওয়াইড-এ প্রবেশ। তারপর আমার সাথে অর্পিতা কাঞ্জিলালের পরিচয়। দুজনেই স্ব স্ব জায়গায় বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত।
আরও পড়ুন4 June, 2020 - 04:35:00 PM
মিষ্টি মজার কথা ভেবে মনটা ভেসে চলে যেন দূরে কোথায়------- চলেছি ভেসে মজার বেশে, রাজার দেশে।
আরও পড়ুন3 June, 2020 - 04:25:00 PM
আমার ভীষণ ভালো লাগছিল সকাল বেলা গাড়িতে বসে নিউ কলকাতা শহরটা দেখতে। উন্নত বিশ্বের শহরের সাথে নিউ কলকাতার কিছু কিছু অংশ তুলনা করা যায়। দূচোখ ভরে দেখে নিচ্ছিলাম আমার স্বপ্নের শহর কলকাতা।
আরও পড়ুন