ধারাবাহিক উপন্যাস: টিউশন (একাদশ পর্ব)
20 July, 2019 - By Bangla WorldWide
12 July, 2019 - 06:00:00 AM
সকাল সাড়ে দশটা থেকে টানা ক্লাস চললো আড়াইটে পর্যন্ত। প্রথমে রিয়েল অ্যানালিসিস, তারপর কমপ্লেক্স অ্যানালিসিস, শেষে ডিফারেনশিয়াল জিওমেট্রি। কমপ্লেক্স অ্যানালিসিস পার্টটা ওদের প্রিয় ডক্টর কল্যাণ সেনের ক্লাস। ক্লাস শেষ হতেই, অরিত্র আর অনন্যা, দুজনেই ছুটলো ডক্টর সেনের কাছে।
আরও পড়ুন6 July, 2019 - 12:15:00 PM
--ডোর বেল বাজাতেই, অনন্যা দরজা খুলে দিয়ে বললো, "বারান্দায় এসো। সেই বিকেল থেকে অপেক্ষা করে আছি, একটা ফোন পর্যন্ত করোনি। চলো, মা তোমার খাবার করে রেখে গিয়েছে। এখন খাবে, না পরে দেব?" --"ঘুম থেকে উঠেই তো চলে এলাম তোমার কাছে। তাই আর ফোন করিনি। বেঙ্গল আম্বুজা অবধি এলো অটোটা। তারপর হেঁটে এলাম। দুপুরবেলা জানো, মাকে ফোন করেছিলাম। খুব খুশি হয় আমি বা দাদা ফোন করলে। দাদা এই মাসের শেষে নয়দা চলে যাচ্ছে, একটা নতুন কোম্পানিতে চাকরি নিয়ে।"
আরও পড়ুন29 June, 2019 - 12:09:00 PM
অনন্যার ফোন এলো যখন, দুচোখের পাতায় ঘুম ঢেকে দিয়েছে। বালিশের পাশেই ফোনটা রাখা থাকে ওর। কোনওমতে ফোনটা ধরতেই ওপাশ থেকে অনন্যা বলে উঠলো, "একটু দেরি হয়ে গেল ফোন করতে। বাবা ফোন করেছিল। আমার কিছু লাগবে কি না জিজ্ঞেস করছিল। আমি না বলে দিয়েছি। শুধু বলেছি, ভাল মেনস্ পারফিউম যেন নিয়ে আসে। আমার কথা শুনে একটু অবাকই হল মনে হয়।"
আরও পড়ুন21 June, 2019 - 04:59:07 PM
গোলবাড়ি থেকে বেরিয়ে সোজা গঙ্গারঘাটের উদ্দেশে গাড়ি ছোটালো অনন্যা। অনুরুপার কথাগুলো কানে বাজছিল। অরিত্রর দিকে ফিরে জিজ্ঞেস করলো, "তুমি এইসব বিশ্বাস করো বিজ্ঞানে এর কোনও ব্যাখ্যা নেই কিন্তু,তাও কেমন যেন লাগে কথাগুলো শুনলে। তাই না ?"
আরও পড়ুন15 June, 2019 - 12:55:00 PM
হোস্টেলের ঘরে ঢুকেই অঞ্জনকে ফোন করলো অরিত্র। বেশ কয়েকবার রিং হয়ে কেটে গেল। কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার ফোন করলো অরিত্র। এইবার অঞ্জন তুলতেই, অরিত্র বলে উঠলো, "আরে, ব্যস্ত ছিলে না কি? রিং হয়ে কেটে গেল?"
আরও পড়ুন15 June, 2019 - 03:05:00 AM
পঞ্চানন কর্মকার জন্ম গ্রহণ করেন হুগলি জেলার ত্রিবেণীতে। তাঁর পূর্বপুরুষরা প্রথমে ছিলেন হুগলি জেলার অন্তর্গত জিরাট বালাগড়ে, পরে ত্রিবেনীতে গিয়ে বসবাস শুরু করেন। তাঁরা পেশায় ছিলেন কর্মকার বা লৌহজীবী। তারও বেশ কয়েক পুরুষ আগে তাঁরা ছিলেন লিপিকার।
আরও পড়ুন8 June, 2019 - 02:40:00 AM
ইস্টার্ন বাইপাসে হাইল্যান্ড পার্কের গ্লেন টাওয়ারের ফ্ল্যাট নম্বর ৯ এ। ঢুকেই বিশাল বসার ঘর। তারপাশে কিচেন। আর উল্টো দিকে টয়লেট। টয়লেটের আড়াআড়ি ভাবে দুটো ঘর। আর কিচেনের পরেই একটা বেশ বড় স্টাডি রুম। মাস্টার্স বেডরুমের সঙ্গে অ্যাটাচড টয়লেট।
আরও পড়ুন6 June, 2019 - 02:52:00 AM
'শক্তিশেল' বেতারে প্রথম প্রচারিত হয় ২৫শে আগষ্ট ১৯৮১-তে । অনেক বছর আগের প্রযোজনা । কিন্তু আমার এখনও মনে হয় এই তো সেদিন ।
আরও পড়ুন26 May, 2019 - 11:22:00 PM
মানুষ শারীরিকভাবে এ পৃথিবী ছেড়ে চলে গেলেই কি তিনি প্রয়াত হয়ে যান? তাঁর কাজ-কর্ম, চেতনা, দর্শন সব ধীরে ধীরে ধূলির মতো হাওয়ায় মিলিয়ে যায়? অন্যরা তাঁকে ভুলে যান? না, সব মানুষের শারীরিক মৃত্যু তাঁর সবকিছুকে শেষ করে দেয় না।
আরও পড়ুন26 May, 2019 - 09:57:00 AM
জীবনের এক একটা সময় যেন একেক রকম - স্নেহের কাঙাল হয়ে থাকা; জীবনের এক একটা সমে সত্যিই যেন একেক রকম - কখনো ভাললাগে গান, কখনোবা কবিতা,
আরও পড়ুন