এক আত্মসন্ধানী সন্ধ্যা
23 August, 2019 - By Bangla WorldWide
23 August, 2019 - 01:00:00 PM
বাংলা কে শিখিয়েছে? মা বাবা? আমার সতেরো বছরের কন্যা লাল পাসপোর্টটা বাড়িয়ে দেবার সঙ্গে সঙ্গে বাংলায় কথা বললে, ইমিগ্রেশন অফিসর যে ভীষণ মুগ্ধ হয়েছেন, তাঁর হাসিতেই বোঝা গেল। ঢাকা বিমান বন্দরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হতে সময় লাগেনি আমাদের বলা বাহুল্য।
আরও পড়ুন22 August, 2019 - 04:56:00 PM
গুহার কাছে পৌছাতেই শিকারিদের সঙ্গী কুকুররা তার ভেতরে ঢোকার জন্য ছটফট করতে লাগল। দড়ি টেনেও তাদের ধরে রাখা যাচ্ছে না। শুরু করল চিৎকার। পাহাড়ি পথ তাও আবার জঙ্গল ঘিরে। শিকারির উপস্থিত বুদ্ধি, আর তাদের পথ প্রদর্শক আর নিরাপত্তা সঙ্গী কুকুর যে তাঁদের বিপদে ফেলবে না সে বিষয়ে নিশ্চিত শিকারিরা।
আরও পড়ুন21 August, 2019 - 04:57:00 PM
১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি ১০০জন যাত্রী নিয়ে রোটাংপাস যাচ্ছিল একটি বিমান। উড়ানের কিছু পরেই দূর্যোগের মুখে পড়ে বিমানটি এবং তার কিছুপরেই ভেঙে পড়ে। বহু খোঁজাখুঁজি করেও ওই বিমানের খোঁজ পায়নি কেউ। বড়সড় দূর্ঘটনা যে ঘটেছিল তা নিয়ে সবাই নিশ্চিত ছিলেন কিন্তু ভেঙে পড়া বিমানের সন্ধান কেউ পায়নি। ক্রু মেম্বার এবং সেনা অফিসার মিলিয়ে যাত্রী ছিলেন মোট ১০০জন।
আরও পড়ুন21 August, 2019 - 03:19:00 PM
১৮২৭ সালে কলকাতায় পালকি বাহকদের ধর্মঘট প্রায় এক মাস স্থায়ী হয়েছিল। এই ধর্মঘটে ইংরেজ প্রশাসন ও অভিজাত লোকেরা বেশ বিপাকে পড়েছিলেন। অবশেষে পালকি বাহকদের দাবির কাছে ইংরেজ সরকার নমনীয় হতে বাধ্য হয়।
আরও পড়ুন20 August, 2019 - 05:51:00 PM
স্বাধীনতার আগে বাঙালী বিশ্বের যেখানে অবস্থান করত আজ তার থেকে অনেক বেশি বিস্তৃত পরিসর জুড়ে দক্ষতার সঙ্গে বিরাজ করছে। নিজেদের যোগ্যতায় বিজ্ঞান, চিকিৎসা, শিল্পকলা, স্থাপত্যবিদ্যা নিজেদের অবস্থান দৃঢ় করেছে। আরও বিস্তৃত করছে তার পরিসরকে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলা ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত আড্ডা তথা আলোচনা 'বাঙালী স্বাধীনতার আগে ও পরে'--- আশুতোশ মুখার্জী মেমোরিয়াল হল সেদিন কখনও প্রাক স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার দিনের স্মৃতিমেদুরতায় ডুব দিয়েছে, আবার বাস্তবতা ফিরিয়ে এনেছে ৭২ বছরের স্বাধীনতার সাফল্যের অহঙ্কার সেই সঙ্গে আগামী দিনের বাঙালীর সোনালী দিনের স্বপ্ন ও ভাবনা।
আরও পড়ুন20 August, 2019 - 02:18:00 PM
আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল, মা বিয়ে দিতে চায়নি, তাই শিখিয়েও দেয়নি কিভাবে শ্বশুর বাড়ীতে চলতে হবে । আর আমিও ছিলাম মায়ের আদরের মেয়ে এবং কিছুটা জিদ্দী, না না ভীষন জিদ্দী মেয়ে ছিলাম। তাই বিয়ে হয়ে আসবার পর শ্বশুর বাড়ীতে এসে যখন বুঝেছিলাম যে এটা আমার বাড়ী না, এখানে জীদ দেখানো যাবেনা, নিজের ইচ্ছা বলতে কিছু থাকতে পারবে না, তাই বুদ্ধি খরচ করে বর কে বলেছিলাম, “আমার মা তো আমাকে শ্বশুর বাড়ীতে কিভাবে চলতে হবে তা শিখিয়ে দেয়নি তাই আম্মাকে ( শ্বাশুরী মা) বলো আমাকে যেন guide করে। আমি শিখে নিব তাড়াতাড়ি। আবার এও বলেছিলাম আমি কিন্ত খুব quick learner।
আরও পড়ুন19 August, 2019 - 05:39:00 PM
বঙ্গবন্ধু ছিলেন দীঘল পুরুষ। তিনি হাত বাড়ালেই আকাশ ছুঁতে পারতেন। সেই আকাশ ছোঁয়া ব্যক্তিত্বের পুরুষ অবহেলিত বাঙালীর জন্য জীবন বিসর্জন দিয়ে গেছেন। বাঙালীর মুক্তির দিশারী হিসেবে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু বাঙালীকে স্বাধীনভাবে বাঁচতে একটি দেশ উপহার দিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন।
আরও পড়ুন17 August, 2019 - 04:02:00 PM
গতকাল থেকে একটানা বৃষ্টিতে ভাসল শহর কলকাতা সহ সংলগ্ন এলাকা। মুষলধারে বৃষ্টিতে কলকাতা জলে থই থই। রাস্তায় যানজট। শুক্রবার বিকেলে আচমকাই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বাজ পড়ে মৃত্যু এবং আহত হওয়ার ঘটনার পাশাপাশি বৃষ্টির জেরে শহরের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে।
আরও পড়ুন14 August, 2019 - 12:16:00 PM
সকাল থেকেই বাড়ির ছোটদের মা বার বার বলছেন, 'তোমরা দিনের বেলায় ঘুমিয়ে নাও। রাতে সেনেট হলে ফ্ল্যাগ হোয়েস্টিং, সেখানে যেতে হবে।' কেন তা বোঝার বয়স তখনও আমার হয়নি। কিন্তু মা'র কথা শুনে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর রাতের বেলায়, আমাদের বাড়িতে যত বাচ্চা ছেলে মেয়ে ছিল তাদের ভাল কাপড় পরিয়ে দুটো গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
আরও পড়ুন13 August, 2019 - 05:39:00 AM
তো ১৯২৪ সালের কলকাতার টেলিফোনের কথা! কত জন দেখেছেন টেলিফোন নামক যন্ত্র তা হয় তো হাতেগুনে বলে দেওয়া যেত।
আরও পড়ুন